ভারতের কলকাতায় মেট্রোতে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকার ‘অপরাধে’ সোমবার গণধোলাই দেয়া হয় এক যুগলের। পরে ফেসবুক লাইভে এসে সে ঘটনার প্রসঙ্গে মন খুলে নিজের মতামত দেন নচিকেতা। এ ঘটনাকে তিনি মনে মেনে মেয়েটিকে ধর্ষণ করার সঙ্গে তুলনা করেছেন।
ক্ষুব্ধ নচিকেতা বলেন, ‘যে মানুষেরা ওই মেয়েটির গায়ে হাত দিল, তারা আসলে মারল না। আসলে ওই মেয়েটিকে ওরা মনে মনে ধর্ষণ করল। সেটা মার হয়ে বেরোল। এই প্রত্যেকটা লোক আসলে ধর্ষক। ওদের খুঁজে বের করে থানায় নিয়ে আসা উচিত।’
নচিকেতা আরো বলেন, ‘আসলে এটা যৌন ঈর্ষার বহিঃপ্রকাশ। এই মানুষদের বয়কট করুক প্রতিবেশীরা। তাঁদের জানানো হোক, আপনি একটি পবিত্র অনুভূতিকে নষ্ট করেছেন। নিজেদের সংশোধন করুন।’
